হিমছড়ি সৈকতে ভেসে এল প্রায় ৪০ ফুট লম্বা তিমির মরদেহ
কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে জোয়ারের স্রোতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি তিমির মরদেহ। তবে এটি কোন প্রজাতির তা জানা যায়নি।
আজ শুক্রবার কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সংলগ্ন সৈকতে ভেসে আসা তিমিটি প্রথমে দেখতে পান স্থানীয়রা। এরপর সেখানে লোকজনের ভিড় জমতে থাকে।
সৈকতে তিমির মরদেহ ভেসে আসার খবর পেয়ে বিকাল ৩টার দিকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমিন আল পারভেজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাখন চন্দ্র সূত্রধর ঘটনাস্থলে যান।
সহকারী কমিশনার মাখন চন্দ্র সূত্রধর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাণী চিকিৎসকদের মাধ্যমে মৃত তিমির ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করার সিদ্ধান্ত হয়েছে। এর কার্যক্রম শুরু হয়েছে। পরে তিমির মরদেহ গর্ত করে পুঁতে ফেলা হবে।’
কক্সবাজারের পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় তিমিটি পর্যটক ও স্থানীয়দের নজরে তেমন আসেনি।
সরজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি সাগর সৈকতে বিশাল তিমির মরদেহ পড়ে আছে। তিমিটির শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। পচন ধরেছে শরীরের বিভিন্ন স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।
প্রায় ৪০ ফুট লম্বা তিমিটির ওজন তিন টনেরও বেশি বলে ধারণা করছেন স্থানীয়রা।
Comments