দেশে ফিরেছেন দীঘি

ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। তাই বিমানের টিকিট না পেয়ে মুম্বাইতে থাকতে হয়েছিল চলচ্চিত্র অভিনেত্রী দীঘিকে। শুটিং শেষ করেও তিনি ঢাকা ফিরতে পারছিলেন না।
শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে মুম্বাই গিয়েছিলেন দীঘি।
আজ শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।
দ্য ডেইলি স্টারকে দীঘি বলেন , ‘প্রায় দুই সপ্তাহ সেখানে ছিলাম। অবশেষে আজ ঢাকায় ফিরলাম। অনেক মন খারাপ লাগত। এখন স্বস্তি অনুভব করছি। তবে মুম্বাই থেকে চলে আসার সময়ও খারাপ লাগছিল। কারণ এতোদিন একটা টিমের সঙ্গে ছিলাম৷’
ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ সিনেমার বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রের অভিনয় করছেন দীঘি।
এর আগে, শুটিংয়ে অংশ নিতে গত ২৫ মার্চ মুম্বাই যান দীঘি।
Comments