নারায়ণগঞ্জে করোনায় সিভিল সার্জনের গাড়িচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের গাড়িচালক মোহাম্মদ সুরুজ্জামান (৫৯) মারা গেছেন।
মোহাম্মদ সুরুজ্জামান। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের গাড়িচালক মোহাম্মদ সুরুজ্জামান (৫৯) মারা গেছেন।

আজ শুক্রবার সকালে শহরের খানপুর এলাকায় কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় ১৫ দিন আগে সুরুজ্জামানের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। প্রথমে বাসায় আইসোলেশনে থাকলেও পাঁচ-ছয়দিন আগে অবস্থার অবনতি হলে তাকে ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।’

‘বুধবার রাতে তার শ্বাস নিতে কষ্ট হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান,’ বলেন সিভিল সার্জন।

সিভিল সার্জন আরও বলেন, ‘সুরুজ্জামান কীভাবে সংক্রমিত হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনে বিভিন্ন জায়গায় ও হাসপাতালে যেতে হয়েছে তাকে, হয়তো সেখান থেকেই সংক্রমিত হয়েছেন।’

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন মোট ১৮১ জন। জেলায় একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৯ জন।

Comments