১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন দেওয়া হবে।
এসময় জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, গণপরিবহন ও শিল্পকারখানা বন্ধ থাকবে।
আজ শুক্রবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
ফরহাদ হোসেন বলেন, ‘সংক্রমণ যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় ছিল না। যেকোনোভাবেই হোক মানুষকে এসময় ঘরে রাখা হবে। সরকার এই লকডাউন এনফোর্সে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।’
লকডাউনের বিষয়ে প্রশ্ন করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অফিসিয়াল নির্দেশনা এখনো পাইনি। রোববার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সিনিয়র সচিবদের সমন্বয়ে মিটিং হবে। সেখানেই অফিসিয়াল সিদ্ধান্ত হবে।’
Comments