১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ছবি: স্টার ফাইল ফটো

আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন চলাকালে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।

তবে চলমান প্রথম দফা লকডাউন শেষে ও দ্বিতীয় দফা লকডাউন শুরুর মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

‘আজকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে বিষয়টি জানানো সম্ভব হবে,’ যোগ করেন এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।

গত বছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন:

১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

Now