কলকাতার একাদশে সাকিব না নারাইন?

রোববার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে সাকিব। তার আগে অধিনায়ক ওয়েন মরগ্যান জানালেন,
Shakib Al Hasan and Sunil Narine
ফাইল ছবি (বিসিবি)

অনেক হাঁকডাক তুলে আইপিএলে যাওয়া সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে থাকবেন তো? এই প্রশ্নই এখন বড়। চার বিদেশির একজন হিসেবে একাদশে জায়গা করতে তাকে লড়তে হবে কলকাতার অনেক সাফল্যের নায়ক সুনিল নারাইনের সঙ্গে।

আইপিএলের গত আসরে ক্যারিবিয়ান নারাইন ছিলেন ছন্দহীন। ব্যাটিংয়ে খুব একটা অবদান রাখতে পারেননি, বল হাতে প্রায় প্রতি ম্যাচেই মার খেয়েছেন। নারাইনের ছন্দহীনতার কারণেই কলকাতা সাকিবকে দলে নিয়েছে বলে কয়েকটি ভারতীয় গণমাধ্যমের ভাষ্য।

রোববার চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের  বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে সাকিব। তার আগে অধিনায়ক ওয়েন মরগ্যান জানালেন, নারাইনের উপর আস্থা হারাননি তারা, ‘গত মৌসুমে সুনিলের হাতে বল তুলে দেওয়া হয়েছে, ব্যাট করতে পাঠানো হয়েছে কারণ ওসব পরিস্থিতিতে সে অনেক দিয়েছে আগে দলকে। নিজের প্রতি তার আস্থা আছে, দলেরও ভরসা আছে তার উপর যে সে জেতাতে পারবে।’

তবে কি সাকিবকে নারাইনের ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে? মরগ্যান অবশ্য বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন ভিন্নভাবে, কূটনৈতিক ভাষায়, ‘এবার যেহেতু বেশি ভ্রমণ আছে (সর্বশেষ আসরের চেয়ে বেশি ভেন্যু)। স্কোয়াডের শক্তি ও গভীরতা দরকার ছিল। সাকিব দলে অন্য মাত্রা এনে দেয়।’

‘আমরা বিভিন্ন ভেন্যুতে বিভিন্ন কন্ডিশনে খেলব। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য থাকা একজন স্পিনিং অলরাউন্ডার দরকার ছিল। আমার বিশ্বাস দলের প্রয়োজনে সে নিজেকে মেলে ধরবে পারবে।’

কলকাতার একাদশে তিনজন বিদেশি নিয়ে কোন প্রশ্ন নেই। অধিনায়ক মরগ্যান নিজে একজন, খেলবেন আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্স। চতুর্থ বিদেশির জায়গায় সাকিব না নারাইন তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago