হবিগঞ্জে ‘ডাকাত’ সন্দেহে ২ যুবককে হত্যা

হবিগঞ্জের লাখাই উপজেলার গুণীপুরে গ্রামে ‘ডাকাত’ সন্দেহে দুই যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের লাখাই উপজেলার গুণীপুরে গ্রামে ‘ডাকাত’ সন্দেহে দুই যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

আজ রোববার পুলিশ দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হুমায়ুন মিয়া (৩০) মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। অপরজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।

স্থানীয়রা জানিয়েছে, গতকাল শনিবার রাতে একদল লোক গুণীপুর গ্রামে ‘ডাকাতি’ করতে এলে গ্রামবাসী দুই জনকে আটকের পর পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, ‘দুই জনের শরীরই আঘাতে জর্জরিত। তাদের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে।’

Comments

The Daily Star  | English
PSC question leaks

PSC question paper: Probe body finds no evidence of leaks

AN investigation committee by the Public Service Commission (PSC) to probe allegations of question paper leak has found no evidence of such incident

52m ago