‘বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে’
গত দুই সিরিজেই হয়েছে এমন। সিরিজের আগে প্রস্তুতি নিয়ে খুব সন্তুষ্ট ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে খেলতে নামার পর তাদের দেখা গেছে অপ্রস্তুত অবস্থা। শ্রীলঙ্কা সফরে তবে প্রস্তুতিটা কেমন? টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে ধরা দিল করোনা বাস্তবতায় প্রস্তুতি ঘাটতির হতাশা।
সোমবার (১২ এপ্রিল) দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। সেখানে ২১ ও ২৯ এপ্রিল থেকে দুই টেস্ট খেলবে মুমিনুলের দল।
লঙ্কায় যাওয়ার আগে রোববারই ছিল ঘরের মাঠে ক্রিকেটারদের শেষ অনুশীলনের সুযোগ। এর আগে কয়েকদিন কেউ কেউ ব্যক্তিগত অনুশীলন চালিয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাইরে থাকা ক্রিকেটাররা খেলেছেন জাতীয় লিগের দুই রাউন্ড।
নিউজিল্যান্ডে সীমিত সংস্করণের সিরিজে থাকা ক্রিকেটাররা লাল বলে অনুশীলনের খুব একটা সুযোগ পাননি। শ্রীলঙ্কায় গিয়েও একটা প্রস্তুতি ম্যাচ আছে। তবে সেটা নিজেদের মধ্যেই খেলতে হবে। সব মিলিয়ে তাই টেস্ট সিরিজে নামার আগে তুমুল প্রস্তুতির সুযোগ থাকছে না। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে ব্যাখ্যায় এই কারণে চলমান বাস্তবতাকেই দায় দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘মন থেকে যদি বলেন(প্রস্তুতি নিয়ে), এখনকার যে পরিস্থিতি। বিগত এক-দেড় বছরের যে পরিস্থিতি(করোনা)... আপনারা ভালোই জানেন আমার চেয়ে। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্তু যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে ওদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে ওরা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে (জাতীয় লিগে), লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে ওদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’
মুমিনুলের আশা লাল বলের অনুশীলনের বাইরে থাকা ক্রিকেটাররা নিজেদের ঋদ্ধ অভিজ্ঞতা দিয়েই সামলে নেবেন পরিস্থিতি, ‘আমি বলব না যে খুব ভালো প্রস্তুতি হয়েছে। একটু আগেই যেটা বললাম যে যারা লাল বলে খেলেছে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হয়েছে, যারা ৪দিনের ম্যাচ খেলেছে। আমি ৪দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছি। সাদা বলে যারা খেলেছে তারা কিন্তু অনেক দিন ধরে খেলছে আর তারা জানে কীভাবে কি করতে হবে। আর মাঝে মধ্যে মানসিকভাবেও বিষয়গুলো মানিয়ে নিতে হয়। আর তারা হয়তো এটা জানে কিভাবে মানিয়ে নিতে হবে। এটাই মাঝে মাঝে করতে হবে।’
Comments