১০৮ ম্যাচ পর ডাক, সঙ্গে জরিমানা ১২ লাখ রুপি

dhoni csk
ছবি: আইপিএল

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ফেরাটা মোটেও সুখকর হলো না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) ১৪তম আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারল তার দল চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফেরার পর মন্থর ওভার রেটের কারণে শাস্তিও জুটল এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

ধোনিকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি। দিল্লি-চেন্নাই ম্যাচের পর শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। চলতি আসরে প্রথমবার ওভার রেটের নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় এই পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তাকে। পরবর্তীতে একই কাজ করলে অঙ্কটা আরও বাড়বে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লির কাছে ৭ উইকেটে হারে চেন্নাই। তাদের ৭ উইকেটে ১৮৮ রানের জবাবে ৮ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রিশভ পান্তের দল। ১৩৮ রানের জুটিতে দিল্লির কাজ সহজ করে দেন দুই ওপেনার। ৫৪ বলে ৮৫ আসে অভিজ্ঞ শিখর ধাওয়ানের ব্যাট থেকে। মাত্র ৩৮ বলে ৭২ রান করেন তরুণ পৃথ্বী শ।

ব্যাটিংয়ে সাত নম্বরে নেমে ডাক মারেন চেন্নাইয়ের দলনেতা ধোনি। শেষ ৫ ওভারে ঝড় তোলার উপযুক্ত পরিস্থিতি থাকলেও মাঠে নেমে ২ বল খেলেই আউট হয়ে যান। দিল্লির পেসার আভেস খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি টেনে এনে বোল্ড হন তিনি।

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে প্রায় ছয় বছর পর প্রথম ডাকের তিক্ত স্বাদ পেলেন ধোনি। এই সংস্করণে শেষবার তিনি শূন্য রানে মাঠ ছেড়েছিলেন ১০৮ ম্যাচ আগে। ২০১৫ সালের ওই ম্যাচটিও ছিল আইপিএলে। সেদিন চেন্নাইয়ের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে ৩৯ বছর বয়সী ধোনির ডাক মোট চারটি।

উল্লেখ্য, গত পাঁচ মাসে ব্যাট-প্যাড নিয়ে মাঠে নামা হয়নি ধোনির। সবশেষ ম্যাচটি তিনি খেলেছিলেন গত আইপিএলে। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ মেলেনি তার। আবুধাবিতে চেন্নাই অবশ্য ৯ উইকেটে জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে (বর্তমানে পাঞ্জাব কিংস)।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago