নিগারের সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশের মেয়েদের
দারুণ ছন্দে আছেন বাংলাদেশ ইমার্জিং নারী দলের অধিনায়ক নিগার সুলতানা। এক ম্যাচ ফের পেয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহই পায় মেয়েরা। এরপর ফাহিমা খাতুনের ঘূর্ণিতে পড়ে বড় হারই মানতে হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে। আগেই সিরিজ জয় করা বাংলাদেশ পেল টানা চতুর্থ জয়।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের ১১০ রানে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৯ বল বাকী থাকতে ১২৬ রানে গুটিয়ে যায় সফরকারী দলটি।
তবে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের মেয়েদের শুরুটা তেমন ভালো ছিল না। দলীয় ১৬ রানেই ফিরে যান শারমিন সুলতানা। তবে দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার মুর্শিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৮২ রানের দারুণ জুটিতে প্রাথমিক চাপ সামলে নেন নিগার। এরপর অবশ্য ৭ রানের ব্যবধানে ২টি উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। তবে চতুর্থ উইকেটে সোবহানা মুস্তারির সঙ্গে ৯৭ রানের আরও একটি দারুণ জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত করে দেন নিগার। এরপর মুস্তারি ফিরে গেলে লতা মণ্ডলকে নিয়ে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে দলের সংগ্রহ ২৩৬ রানে নিয়ে যান তিনি।
দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নিগার। ১৩২টি বলের ইনিংসটি অধিনায়ক সাজিয়েছেন ৮টি চার ও ১টি ছক্কায়। মুস্তারির ব্যাট থেকে আসে ৪৫ রান। ৭১ বলের ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন এ ব্যাটার। ৭৮ বল ৫টি চারে ৪১ রান আসে মুর্শিদার ব্যাট থেকে। শেষ দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ১৬ বলে ১টি করে চার ও ছক্কায় ২৫ রান করেন লতা।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকার নারীরা। গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। মাত্র তিন জন ব্যাটসম্যান ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। মূলত লেগস্পিনার ফাহিমার ঘূর্ণিতে কুলিয়ে উঠতে পারেননি প্রোটিয়ারা। একাই ৪টি উইকেট নিয়েছেন ২৯ রানের খরচায়। ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন সালমা খাতুন।
তবে এক প্রান্ত ধরে রেখে দারুণ চেষ্টা করেছিলেন সফরকারী দলের আন্নেকে বোস। সালমার বলে আউট হওয়ার আগে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। ৮১ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন এ ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৫০ ওভারে ২৩৬/৪ (শারমিন ১০, মুর্শিদা ৪১, নিগার ১০১*, ফারজানা ১, সোবহানা ৪৫, লতা ২৫*; অ্যান্ড্রুস ১/১৯, উইন্সটার ০/৩৫, বানেটি ১/৪৫, জোন্স ১/৪০, ফিগুয়েইরেডো ০/২৮, সাঙ্গাস ০/৩৯, বোস ০/২৭)।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: (লক্ষ্য ২৩৭) ৪৬.৫ ওভারে ১২৬ (স্টেইন ১২, ডের্কসেন ৮, সাঙ্গাস ১১, ফে ৭, বোস ৬৩, সিনালো ০, জোন্স ৪, ফিগুয়েইরেডো ৬, বানেটি ২*, উইন্সটার ৯, অ্যান্ড্রুস আহত অবসর; সালমা ২/১৯, রিতু ১/১৫, নাহিদা ১/৩১, লতা ১/১৭, ফাহিমা ৪/২৯, রাবেয়া ০/১৫)।
ফলাফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ১১০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নিগার সুলতানা।
Comments