মুন্সিগঞ্জে নছিমন উল্টে নিহত ১, আহত ১২

মুন্সিগঞ্জে শ্রমিকবহনকারী ইঞ্জিনচালিত একটি নছিমন উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিক লাকী বেগম মিরকাদিম পৌরসভার গোলাপবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরগুনা হলেও তিনি দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জে বসবাস করছিলেন।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া গ্রামের স্থানীয়ভাবে পরিচিত ‘ডাকাইত তলা’ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি জানান, ভবনে ঢালাইয়ের কাজ শেষ করে দ্রুত গতির একটি নছিমন ১৪-১৫ জন নির্মাণ শ্রমিক বহন করে ফিরছিল। সঙ্গে ছিল কংক্রিট মিক্সার মেশিন। পথে একটি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এসময় একজন নারী শ্রমিক নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন শ্রমিক। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক জানান, হাসপাতালে ১২জন চিকিৎসার জন্য এসেছিলেন। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments