আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ২৯ লাখ ৩৫ হাজার, আক্রান্ত ১৩ কোটি ৫৮ লাখ ছাড়াল

বিশ্বে আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবার সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী (বাংলাদেশ সময় সকাল দশটা পর্যন্ত) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখের বেশি এবং মৃত্যুবরণ করেছেন ২৯ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৩৫ হাজার ৪৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৫৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১১ লাখ ৯৬ হাজার ১২১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬২ হাজার ৬৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন, মারা গেছেন তিন লাখ ৫৩ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ২৭ হাজার ১৬১ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন, মারা গেছেন এক লাখ ৬৯ হাজার ২৭৫ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে থাকা মেক্সিকোয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুই লাখ নয় হাজার ৩৩৮ জন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮০ হাজার ২১৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ছয় লাখ ৮৪ হাজার ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন নয় হাজার ৭৩৯ জন।  আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

1h ago