বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর

বাংলাদেশে অনুপ্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত ওই দেশের নাগরিক মিলন মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ১৯২ ব্যাটালিয়নের ঝিকরী ক্যাম্পের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, গত শনিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত পথে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার সময় বিএসএফ’র গুলিতে আহত হন ভারতীয় নাগরিক মিলন মিয়া। তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।
সে অবৈধভাবে সীমান্ত পারি দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দোয়ালিপাড়া গ্রামে তার নানা মকবুল হোসেনের বাড়িতে আসছিলেন বলে আহত কিশোরের বরাত দিয়ে জনিয়েছে বিজিবি।
বিজিবি স্থানীয় থানা পুলিশের মাধ্যমে গুলিবিদ্ধ ওই কিশোরকে আটক করে রোববার ভোর চারটার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তরের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘রোববার রাতে অনন্তপুর সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই কিশোরকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন:
Comments