চট্টগ্রামে দেয়াল ধসে যুবক নিহত
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় রং করার সময় দেয়াল ধসে নুরুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে আগ্রাবাদের ফকির মৌলভীশাহ মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের নায়েক শিলাব্রত দাশ। তিনি জানান, নিহত নুরুল খুলশি এলাকার লালখান বাজারের আবুল মিস্ত্রির ছেলে।
নুরুলের ছোট ভাই মামুন মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘নুরুল ভবন রং করার কাজ করতেন। আজ সকালে আগ্রাবাদ এলাকায় একটি দেয়াল রং করতে যান। পরে সেই দেয়ালটি ধসে তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এরপর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।’
Comments