মেসিকে ফুটবলের নিয়ম শেখাতে চান সেই রেফারি

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কারো কারো দৃষ্টিতে সর্বকালের সেরাদের একজন। জিতেছেন রেকর্ড ছয়টি ব্যালন ডি'অর। অথচ সেই খেলোয়াড়কে ফুটবলের নিয়মকানুন জানেন কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেন সব শেষ এল ক্লাসিকোর দায়িত্বে থাকা রেফারি জিল মানজানো। এমনকি ম্যাচ শেষে তার কাছ ফুটবলের নিয়ম শিখে নেওয়ার কথা বলেছেন তিনি।
ছবি: সংগৃহীত

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কারো কারো দৃষ্টিতে সর্বকালের সেরাদের একজন। জিতেছেন রেকর্ড ছয়টি ব্যালন ডি'অর। অথচ সেই খেলোয়াড়কে ফুটবলের নিয়মকানুন জানেন কিনা তাতে সন্দেহ প্রকাশ করেছেন সব শেষ এল ক্লাসিকোর দায়িত্বে থাকা রেফারি জিল মানজানো। এমনকি ম্যাচ শেষে তার কাছ ফুটবলের নিয়ম শিখে নেওয়ার কথা বলেছেন তিনি।

শনিবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই করিম বেনজেমা ও টনি ক্রুসের গোলে পিছিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে অস্কার মাঙ্গুয়েজার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি তারা। তবে শেষ দিকে একটি পেনাল্টির দাবী করেছিল তারা। ডি-বক্সে বদলী খেলোয়াড় মার্টিন ব্র্যাথওয়েট টেনে ফেলে দিয়েছিলেন ফেরলান্দ মেন্দি। কিন্তু বিষয়টি পাত্তা দেননি রেফারি। ভিএআরে যাচাই করার ইচ্ছাও প্রকাশ করেননি।

আর এ ঘটনায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় রেফারি ও বারা অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে। রেফারি মেসিকে শাঁসালে বার্সা অধিনায়ক বলেন, 'রেফারি সম্মান দেখাও, ভালো ভাবে কথা বলো।'

আর এর উত্তরটাও বেশ কড়াভাবে দেন মানজানো, 'তুমি ফুটবলের নিয়ম জানো কি না? যদি না জানো, আমি তোমাকে পরে ব্যাখ্যা করে বলব।'

উল্লেখ্য, মাতেউ লাহজের ইনজুরির কারণে সে ম্যাচ পরিচালনার দায়িত্ব মানজানোকে দিয়েছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। তখন থেকেই দুশ্চিন্তায় ছিল বার্সা শিবির। কারণ এর আগে তার অধীনে খেলা ম্যাচের স্মৃতি সুখকর ছিল না তাদের। ক্লাব ক্যারিয়ারে মেসিকে একমাত্র লাল কার্ডটিও দেখিয়েছেন তিনি।

এমনকি মানজানোর পরিচালনায় বার্সার ম্যাচের ফলাফলও ইতিবাচক নয়। ২১ ম্যাচের মাত্র ১১টিতে জয় পেয়েছে কাতালানরা। ৫টি করে ড্র ও হার। জয়ের হার প্রায় ৫২ শতাংশ। অন্যদিকে এ রেফারির অধীনে রিয়ালের রেকর্ড খুবই ভালো। ৩২ ম্যাচের ২৬টিতেই জিতেছে তারা। ৩টি করে ড্র ও হার। জয়ের হার প্রায় ৮২ শতাংশ। তার অধীনে খেলা দুটি এল ক্লাসিকোতেই হেরেছে বার্সা।

লা লিগায় রেফারিং নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। লা লিগার সাবেক রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনজালেসের দাবী, স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক। কাদেনা সারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ রেফারি বলেছিলেন, 'প্রায় ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক, ১০ শতাংশ বার্সেলোনার। বার্সেলোনার সমর্থকরা পছন্দ করুক বা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের সমর্থক।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago