১৪-২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে
দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে ব্যাংকগুলোকে অনুসরণের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো:
১. সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এসময় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।
২. সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। এ সব ক্ষেত্রে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অনুমোদিত ডিলার (এডি) শাখা এবং প্রধান শাখার সংশ্লিষ্ট বিভাগ সীমিত জনবল দিয়ে খোলা রাখতে পারবে।
৩. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
করোনার সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারাদেশে আরোপিত বিধিনিষেধে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। তবে লেনদেনের সময় ভিড় কমাতে আজ ব্যাংক চলে বেলা একটা পর্যন্ত, কালও একই সময় মেনে চলবে।
Comments