১৪-২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউনে ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে ব্যাংকগুলোকে অনুসরণের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো:

১. সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালীন সময়ে সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এসময় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

২. সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। এ সব ক্ষেত্রে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলো প্রয়োজন অনুযায়ী অনুমোদিত ডিলার (এডি) শাখা এবং প্রধান শাখার সংশ্লিষ্ট বিভাগ সীমিত জনবল দিয়ে খোলা রাখতে পারবে।

৩. এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা সার্বক্ষণিক চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

করোনার সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারাদেশে আরোপিত বিধিনিষেধে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। তবে লেনদেনের সময় ভিড় কমাতে আজ ব্যাংক চলে বেলা একটা পর্যন্ত, কালও একই সময় মেনে চলবে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

5h ago