জরুরি চলাচলে পুলিশ দেবে ‘মুভমেন্ট পাস’
দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা চলকালীন জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।
‘মুভমেন্ট পাস’ দিতে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ অ্যাপটির উদ্বোধন করবেন।
অ্যাপটির মাধ্যমে জরুরি প্রয়োজনের ক্ষেত্রে এই ‘মুভমেন্ট পাস’ দেওয়া হবে।
পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যতদূর জানি, যাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি। কাজের প্রয়োজনে কিংবা যেকোনো জরুরি চলাচলের জন্য এটি ব্যবহার করতে হবে।’
‘অ্যাপটি দিয়ে মুভমেন্ট পাস নিতে হবে,’ যোগ করেন তিনি।
movementpass.police.gov.bd এই লিংকে গিয়ে এই পাস সংগ্রহ করা যাবে।
Comments