বাবুই পাখির ছানা হত্যা: পিরোজপুরে ৩ জন কারাগারে
বাবুই পাখির বাসা ভেঙে ছানা হত্যা ও ডিম ধ্বংসের অপরাধে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে পিরোজপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের কৃষক লুৎফর রহমানকে ১৫ দিন এবং তার সহযোগী সুনীল বেপারীকে সাত দিন ও সুনীল মিস্ত্রীকে তিন দিনের কারাদণ্ড দেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্তদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে গত শনিবার বিকালে এবং ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠি গ্রামে গত শুক্রবার মাঠের ধান খেয়ে ফেলায় তালগাছে বাবুই পাখির ঝুলন্ত বাসা পুড়িয়ে ও পিটিয়ে ধ্বংস করা হয়। এ নির্মম ঘটনার শিকার হয় দেড় শতাধিক বাবুই পাখির ছানা ও ডিম।
এ ঘটনায় ঝালকাঠি বন বিভাগের পক্ষ থেকে থানায় গতকাল রোববার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments