২০২৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ

ছবি: টুইটার

আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ষষ্ঠ বারের মতো দায়িত্ব পাওয়া এ প্রেসিডেন্ট থাকছেন ২০২৫ সাল পর্যন্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।

মঙ্গলবার মাদ্রিদে ক্লাব পরিচালকদের এ ভোট পর্ব অনুষ্ঠিত হয়। যদিও ৭৪ বছর বয়সী পেরেজের বিপক্ষে ভোটে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিলেন না। ক্লাব থেকে জানানো হয়, নির্বাচনী কমিটি একজন মাত্র বৈধ প্রার্থী পেয়েছেন আর তিনি ফ্লোরেন্তিনো পেরেজ। তাই তাকেই পুনরায় সভাপতি নির্বাচিত করে সে কমিটি। 

রিয়াল মাদ্রিদের সভাপতি হয়ে এসেছিলেন ২০০০ সালে। যোগ দেওয়ার পর থেকেই চড়া দামে ক্লাবে একের পর এক তারকা খেলোয়াড় এনে গ্যালাক্টিকোস যুগের সূচনা করেন। যে কারণে পরবর্তীতে এ ক্লাবটির ডাক নাম হয় লস ব্লাঙ্কোস।

তবে মাঝে ২০০৬ সালে রামোন ক্যালাদেরন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর ভিসেন্তে বলুদার হাত ঘুরে ফের ২০০৯ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ। তখন থেকেই এ পদে থাকা পেরেজ থাকছেন আরও চার বছর। 

সবমিলিয়ে এ প্রেসিডেন্টের সভাপতিত্বে ৪৭টি শিরোপা জিতেছে রিয়াল। এরমধ্যে ২৬টি শিরোপা আসে ফুটবলে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাই জিতেছে ৫তি। সঙ্গে ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপীয় সুপার কাপ,  ৫টি লা লিগা, ২টি কোপা দেল রে এবং ৫ স্প্যানিশ সুপার কাপ জয় করে তার সভাপতিত্বে।

আর বাস্কেটবলে ২১টি শিরোপা আসে। এর মধ্যে ২টি ইউরোপীয় কাপ, ১টি ইন্টারকন্টিনেন্টাল কাপ, ৬টি লিগ, ৬টি কোপা দেল রে এবং ৬টি স্প্যানিশ সুপার কাপ জিতেছে তারা।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

14m ago