রক্ত জমাট বাঁধায় যুক্তরাষ্ট্রে জনসনের টিকা ব্যবহার আপাতত বন্ধ
রক্ত জমাট বাঁধার ঘটনায় জনসন অ্যান্ড জনসনের এক ডোজের ভ্যাকসিন ব্যবহার আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো।
আজ মঙ্গলবার রয়টার্স জানায়, জনসনের টিকা নেওয়ার পর ছয় জন নারীর শরীরে রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার পর জরুরি ভিত্তিতে এটি ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলো।
আগামীকাল বুধবার এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়া ছয় নারীর বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে ও অপর এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিডিসি এবং মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো অত্যন্ত বিরল বলে ধারণা করা হচ্ছে।
গত ১২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে জনসন ও জনসন ভ্যাকসিনের ৬৮ লাখ ডোজ দেওয়া হয়েছে।
এর কয়েকদিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রকরা রক্ত জমাট বাঁধার ঘটনা পর্যালোচনা করার কথা জানান। তারা বলেন, যুক্তরাষ্ট্রে চার জনের শরীরে ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে জটিলতা দেখা যাওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
Comments