করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ মেনে চলুন, ১১ নাগরিকের বিবৃতি
করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১১ নাগরিক।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে কোভিড-১৯ এর নতুন রূপ ভয়াবহ। এরকম পরিস্থিতিতে কোভিড-১৯ সংক্রমণ রোধে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। স্বাস্থ্যসেবা বাংলাদেশে আশানুরূপ উন্নতি করেনি, একথা আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই যদি সরকারি বিধি-নিষেধ মেনে চলি ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলি তাহলে আমরা নিশ্চয়ই করোনা মোকাবিলায় গত বছরের মতো সফল হতে পারবো।’
এতে আরও বলা হয়, ‘সরকার ১৪ থেকে ২১ এপ্রিল সাত দিনের জন্য জরুরি প্রয়োজন ব্যতিরেকে অফিস-আদালত, দোকানপাট, বিপনী বিতানসহ সকল প্রকার যানবাহন সম্পূর্ণ বন্ধ রেখে করোনা প্রতিরোধে যে নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে সকলকে মেনে চলার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারকে লকডাউনের বিধি-নিষেধ পালনে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানাই।’
বিবৃতিদাতারা হলেন- আবদুল গাফফার চৌধুরি, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম ও নাসির উদ্দীন ইউসুফ।
বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের সকলের নিরাপদ জীবন ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধানে সকল প্রকার বিধি-নিষেধ পালন দেশের সকল নাগরিকের দায়িত্ব। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারিকে নিয়ন্ত্রণ করি।’
‘টিকা নিন, মাস্ক পরুন, পারস্পরিক দূরত্ব বজায় রাখুন- নিজেকে সুরক্ষিত রাখুন, অপরকে সংক্রমণ থেকে মুক্ত রাখুন।’
Comments