জ্যোতিকা জ্যোতির ‘খনা অর্গানিক’

সবার দোরগোড়ায় রাসায়নিক ও বিষমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এনেছেন কৃষি পণ্যের প্রতিষ্ঠান ‘খনা অর্গানিক’।

সবার দোরগোড়ায় রাসায়নিক ও বিষমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এনেছেন কৃষি পণ্যের প্রতিষ্ঠান ‘খনা অর্গানিক’।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যোতিকা জ্যোতি এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনা মহামারির শুরুর দিকে মানুষের সঠিক স্বাস্থসেবার লক্ষ্যে রাসায়নিকমুক্ত, বিষমুক্ত খাদ্যপণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষেই খনা অর্গানিকের যাত্রা শুরু।’

‘এক বছরে আশাতীত ভোক্তা ও তাদের সমর্থনে আমরা এখন আরও বেশি উৎসাহিত। লোগো উন্মোচনের মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো পয়লা বৈশাখ থেকে।’

প্রতিষ্ঠানটির নামকরণ ও লোগো প্রসঙ্গে বলা হয়েছে, প্রাচীন কবি ও কিংবদন্তি জ্যোতির্বিদ খনা’র নামে কৃষি প্রতিষ্ঠানের নামকরণ করে রাখা হয়েছে ‘খনা অর্গানিক’। এটি শুধুমাত্র দেশি পণ্য নিয়ে কাজ করছে বলে বাংলার কৃষকদের প্রতি শ্রদ্ধা রেখে লোগোতে লাঙল প্রতীক রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি দেশি পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিতে নতুন বিপ্লব আনার সংকল্প নিয়ে প্রতীকে লাল রঙ ব্যবহার করেছে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago