মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলনের নেতা গ্রেপ্তার, ২০ চিকিৎসকের নামে গ্রেপ্তারি পরোয়ানা

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
মিয়ানমারের প্রধান প্রধান শহরে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স ফাইল ছবি

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান এক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

গ্রেপ্তার হওয়া নেতার বন্ধু ও সহযোদ্ধাদের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স জানায়, মোটরবাইক চালিয়ে এক বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় মুসলিম নেতা ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ বছর বয়সী ওয়াই মো নাইং অভ্যুত্থানবিরোধী অন্যতম নেতা হিসেবে মিয়ানমারে পরিচিতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকর্মী ও প্রতিবাদী সংগঠনের সদস্য উইন জাও খিয়াং বলেন, ‘আমাদের ভাই ওয়াই মো নাইংকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোটরবাইকটিকে পুলিশের গাড়ি এসে ধাক্কা দেয়।’

ওই গাড়িতে পুলিশের কোনো আলামত ছিল না বলেও জানান তিনি। তার কয়েকজন সহযোদ্ধারা জানান, তারা ওয়াই মো নাইংয়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছেন।

সুইডিশ দূতাবাস জানিয়েছে, তারা ওই নেতার বিষয়টি অনুসরণ করছেন। তিনি ছাড়াও অন্যান্য আটক ব্যক্তিকে যথাযথ স্বাস্থ্যসেবা ও তাদের মানবাধিকার রক্ষার ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

মার্কিন দূতাবাসও এই ঘটনার নিন্দা জানিয়েছে।

কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মান্দালে শহরে চিকিৎসকদের এক বিক্ষোভে পুলিশ হামলা চালানোর পর অনেকেই কাছের একটি মসজিদে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ সেই মসজিদে গুলি চালায়। এতে এক জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটিতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা শুরু থেকেই আন্দোলনে নেমেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এ পর্যন্ত ২০ চিকিৎসকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পরে দেশটিতে আন্দোলন চলছে। এ বছর নববর্ষ উৎসবেও সেনাবিরোধী বিক্ষোভ হয়েছে।

এদিকে, ইয়াঙ্গুনে নিরাপত্তা বাহিনী মিয়ানমারের আরেক নেতা সংহতি বাণিজ্য ইউনিয়নের পরিচালক মায়ো আয়কে আটক করেছে পুলিশ। আন্দোলনকর্মী এই থিনজার মাং ফেসবুকে এ কথা জানান।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গণতন্ত্র আন্দোলনের সমর্থন জানানো জনপ্রিয় অভিনেতা জিন ওয়াইন ও গায়ক পো পোকেও গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস (এপিপিপি) জানায়, সেনা অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ৭১৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

থাই পিবিএস ওয়ার্ল্ড জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় মিয়ানমারের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা দেশটির পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। মিয়ানমারে সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংও বৈঠকে অংশ নেবেন। ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন:

মিয়ানমারে সেনাবাহিনীর ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড

ভারতে আশ্রয় প্রার্থনা মিয়ানমারের ৬ এমপিসহ ১৮ শ জনের

আগামী ২ বছরের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে: সামরিক সরকার

মিয়ানমারে সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ, নিহত ১১

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে ১০ সশস্ত্র সংগঠনের সমর্থন

এবার মিয়ানমারে ‘গেরিলা’ আক্রমণের ডাক

মিয়ানমারে হত্যাযজ্ঞ বন্ধে নিরাপত্তা পরিষদের উদ্যোগ আহ্বান

চীন-রাশিয়ার বিরোধিতায় আবারও মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নিরাপত্তা পরিষদকে

সু চি ‘সুস্থ’ আছেন: আইনজীবী

বিক্ষোভ করলে মাথায় গুলি লাগতে পারে: মিয়ানমার সেনাদের হুমকি

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গুলিতে নিহত আরও ৯০

সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা

মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান

মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

মিয়ানমার: ১৯৪৮ থেকে ২০২১

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago