উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের ঘুষিতে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহত ইসরাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পীরকুল্লা গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা নিহত ইসরাফিল মোল্লার চাচাতো ভাই নস্কর আলী মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে ইসরাফিল থানায় একটি অভিযোগ করেছিলেন। অপরপক্ষও পাল্টা অভিযোগ করেন। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজকের মীমাংসার রেজাল্ট ইসরাফিলের পক্ষে যায়। কিন্তু, থানা থেকে বেরিয়ে আসার সময় প্রতিপক্ষের নজরুল, ওহাব ও লিয়াকত ইসরাফিলের সঙ্গে খারাপ ব্যবহার করেন।’
নস্কর আলী মোল্লা অভিযোগ করে বলেন, ‘একপর্যায়ে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম মীমাংসার বিষয়ে তিনি যেভাবে বলবেন সেভাবে মেনে নিতে ইসরাফিলকে চাপ দেন। ইসরাফিল রাজি না হলে তাকে ঘুষি মারেন ভাইস চেয়ারম্যান। এতে ইসরাফিল রাস্তার ওপর পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
‘আমার ভাই রোজা রেখেছিলেন। তার আর বাড়ি ফিরে ইফতার করা হলো না। আমি অপরাধীর শাস্তি চাই,’ বলেন নস্কর।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মোহাম্মদ আসিফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই ইসরাফিলের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।’
আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তবে, এখনো কোনো মামলা হয়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টার দিকে দামুড়হুদা মডেল থানায় জমি নিয়ে দু’পক্ষের বিবাদ মীমাংসায় বসেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। তাদের একপক্ষের নেতৃত্বে ছিলেন নিহত ইসরাফিল মোল্লা এবং অন্যপক্ষে ছিলেন নজু মোল্লা। একপর্যায়ে ইসরাফিলের পক্ষের লোকজন থানা থেকে বের হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আ. লীগের সভাপতি শহিদুল ইসলামকে গালমন্দ করতে থাকেন। এতে ভাইস চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ইসরাফিল মণ্ডলকে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ইসরাফিলকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু বিষয়টি নিয়ে প্রথমে কোনো মন্তব্য করতে না চাইলেও পরে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। যেহেতু এখন এটি আইনের বিষয় তাই আমার কোনো মন্তব্য নেই। সবকিছু আইন অনুযায়ী হবে।’
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। তবে, এ বিষয়ে এখনো কোনো দলীয় নির্দেশনা পাইনি।’
Comments