চিরনিদ্রায় শায়িত হলেন কবরী
বরেণ্য অভিনেত্রী কবরী আজ শনিবার ঠিক দুপুর ২টায় চিরনিদ্রায় শায়িত হলেন বনানী কবরস্থানে।
তার আগে রাষ্ট্রের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয় কবরীকে। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত অভিনেত্রীর এক অধ্যায়।
টানা ১২ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে আজ শনিবার ভোররাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান কবরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহন করেন এই অভিনেত্রী। ১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। মিনা পাল থেকে নাম বদলে কবরী হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।
এরপর একে একে হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, বাহানা, তিতাস একটি নদীর নাম, রংবাজ, সারেং বউ, সুজন সখীসহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি৷
সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হয়েও নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর হাত দিয়েছিলেন দ্বিতীয় সিনেমা নির্মাণে।
‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম ছিল ‘আয়না’।
Comments