কঠিন পরিস্থিতিতে ব্যাট করার স্কিল আমার আছে: শাহরুখ
আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্যের কারণে আইপিএলে দল পেয়েছেন শাহরুখ খান। বেশ মোটা অঙ্কের অর্থে তাকে নিয়েছে পাঞ্জাব কিংস। তবে দলের বিপর্যয়ে কিংবা পরিস্থিতি অনুসারে রয়েসয়ে খেলার দক্ষতাও তার আছে, তা জানিয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের এই ডানহাতি ব্যাটসম্যান।
শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র ২৬ রানে ৫ উইকেট খুইয়ে ফেলেছিল পাঞ্জাব। পরে তাদের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছায় শাহরুখের ব্যাটে চড়ে। ছয়ে নেমে ৩৬ বলে তিনি করেন ৪৭ রান। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা। ১০৬ রানের মামুলি স্কোর নিয়ে অবশ্য লড়াই করা হয়নি পাঞ্জাবের। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের অনায়াস জয় পায় চেন্নাই সুপার কিংস।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, ‘আমার ভূমিকা হলো ব্যাটিং অর্ডারের নিচের দিকে ফিনিশার হিসেবে নামা। তবে আপনি প্রতিটি খেলাতেই মাঠে গিয়ে বিস্ফোরণ ঘটাবেন, তা আশা করা যায় না। কারণ, এমন পরিস্থিতিও আসবে যেখানে দল ভেঙেচুরে যাবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে এবং দলের কঠিন সময়ে সাহায্য করতে হবে।’
২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান যোগ করেন, ‘যদিও আমাকে সম্পূর্ণরূপে একজন ফিনিশারের তকমা দেওয়া হয়েছে, আমি একজন ভালো ব্যাটসম্যান। আমি কয়েক বছর ধরে তামিলনাড়ুর হয়ে উপরের দিকে ব্যাটিং করেছি। কঠিন পরিস্থিতিতে ব্যাট করার ও দলকে সাহায্য করার মতো স্কিল আমার আছে।’
গত ফেব্রুয়ারিতে চেন্নাইতে আইপিএলের নিলামে শাহরুখকে নিয়ে হয় তৈরি হয় আলোচনা। মূলত, বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে তার নামের মিলের কারণে। তবে নিলাম চলাকালেই আলোচনার মাত্রা পৌঁছে যায় তুঙ্গে। কারণ, মাত্র ২০ লক্ষ রুপি ভিত্তিমূল্যের শাহরুখকে ৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে টানে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব।
Comments