বাউফলে প্রকাশ্যে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৯
পটুয়াখালীর বাউফলের চরমিয়াজান গ্রামে প্রকাশ্যে এক নারীকে নির্যাতনের ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সেই রাতেই তাদের গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার নারীকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন ঘিরে একটি বিরোধের ঘটনায় স্বামীসহ এই নারীর ওপর নির্যাতন চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নির্যাতনের শিকার নারীর (২০) শ্বশুর ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—প্রধান অভিযুক্ত শাকিল হোসেন, চরমিয়াজান গ্রামের শাহ আলম গাজী, জাফর হাওলাদার, হৃদয় বিশ্বাস, সজিব হাওলাদার, মনির মৃধা, পারভেজ মীর, ইউসুফ মৃধা ও আজিুজল হক।
আজ দুপুরে পটুয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ তার কার্যালয়ে ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ওই নারীর শরীরের গুরুতর জখম আছে। তার ডান পা ভেঙে গেছে। তার ডান পায়ে অস্ত্রোপচার হয়েছে। তার স্বামীর হাত ও পায়ের হাড় ভেঙে গেছে।
স্থানীয় এক যুবক নির্যাতনের ঘটনার একটি অংশ ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে, তা ভাইরাল হয়।
Comments