ভারতে শিল্পকারখানায় অক্সিজেন সরবরাহ বন্ধ
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশটির বিভিন্ন স্থানে অক্সিজেন সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গুরুতর রোগীদের অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে শিল্প কারখানার জন্য অক্সিজেন সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিবৃতিতে বলা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, সব অংশীদারদের নিয়ে এ বিষয়ে পর্যালোচনা করার পর বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। সাময়িক এ নিষেধাজ্ঞার ফলে বেঁচে যাওয়া অক্সিজেন কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
তবে ইনজেকশনের সরঞ্জাম উৎপাদন, ওষুধ শিল্প, পেট্রোলিয়াম পরিশোধন, ইস্পাত শিল্প, অক্সিজেন সিলিন্ডার উৎপাদন, পারমাণবিক শক্তি, বর্জ্য প্ল্যান্ট, খাদ্য ও পানি শোধনের মতো বিশেষ কিছু কাজে নিয়োজিত শিল্প কারখানা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
ভারতে বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা নজিরবিহীনভাবে বেড়ে চলেছে। একইসঙ্গে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যাও অনেক বেশি হওয়ায় অক্সিজেনের চাহিদা বেড়েছে কয়েক গুণ।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ডিপার্টমেন্ট ফর প্রমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি) জানিয়েছে, দেশটিতে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হয়, তার ৬০ শতাংশই এখন করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজন হচ্ছে। সামনে আরও বেশি অক্সিজেন দরকার হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের রেল মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রান্তের করোনা রোগীদের তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। এ লক্ষ্যে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনও চালু করা হয়েছে। বিশেষ এই ট্রেনগুলো যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে, সে জন্য তৈরি করা হচ্ছে গ্রিন করিডোর।
Comments