অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরতে আলোচনার অপেক্ষায় ভিলিয়ার্স

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার ভিলিয়ার্সকে প্রোটিয়া জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল।
AB de Villiers
ছবি: বিসিসিআই

অবসর ভেঙ্গে এবিডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকার হয়ে নামার আগ্রহের খবর পুরনো। তবে গত বছর করোনা মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হওয়ায় তার ফেরার পরিকল্পনাও ভেস্তে। তবে আইপিএলে দারুণ খেলতে থাকা ভিলিয়ার্স জানালেন, সেই সুযোগ আছে এই বছরও।

চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে হাসছে তার ব্যাটে। তিন ম্যাচের দুটিতেই তুলেছেন ঝড়। লম্বা সময় ম্যাচ না খেলার ছাপ তার মাঝে একদমই দেখা যায়নি। ফিটনেসের দিক থেকেও আছেন ভাল অবস্থায়।

রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৪ বলে ৭৬ রানের বিস্ফোরক ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানালেন অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সেজন্য দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ  ও তার সাবেক সতীর্থ মার্ক বাউচারের সায়ের অপেক্ষায় তিনি, ‘এখনো বুচির (বাউচারের ডাক নাম) সঙ্গে কথা হয়নি। আইপিএলের কোন একটা সময়ে কথা বলার অপেক্ষায় আছি আমরা। গত বছর সে জিজ্ঞেস করেছিল আমি আগ্রহী কিনা, আমি বলেছিলাম “অবশ্যই”, আইপিএলের শেষে হয়ত আমার ফিটনেসের অবস্থা দেখে সিদ্ধান্ত হবে।’

তবে ফিরতে চাইলেও সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পক্ষে তিনি। তার অনুপস্থিতিতে যারা এরমধ্যে দলে থিতু হয়ে গেছে, ভিলিয়ার্সের মতে দলে জায়গা পাওয়ার আগে অধিকার তাদেরই, ‘একই সঙ্গে দলের পরিস্থিতিও বিচার করে দেখতে হবে। গত বছর যারা পারফর্ম করেছে তাদের সুযোগ প্রাপ্য। যদি আমার জায়গা না থাকে তাহলে সেটাও মানতে হবে। আর যদি সুযোগ পাই তবে তো দারুণ ব্যাপার। দেখা যাক আইপিএল শেষে কি হয়।’

২০১৮ সালে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরে যান ৩৭ পেরুনো এই ব্যাটসম্যান। ফিট ও ছন্দে থাকায় গত বছর ফেরার আগ্রহ প্রকাশ করেন। চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার ভিলিয়ার্সকে প্রোটিয়া জার্সিতে দেখার সম্ভাবনা প্রবল।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

10h ago