কোম্পানীগঞ্জ আ. লীগ সাধারণ সম্পাদককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী চৌধুরীকে (৬৫) পায়ে পিস্তল দিয়ে গুলি করে ও রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ ও পরে দুপুর ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

কাদের মির্জার অনুসারী নাজিম উদ্দিন লিটন ও রাসেলের নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাদের মির্জার অনুসারী ইসমাইল হোসেন পলাশ (২৫) নামের এক যুবককে আটক করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ওসি ডেইলি স্টারকে বলেন, ‘কাদের মির্জার অনুসারী নাজিম উদ্দিন লিটন ও রাসেলের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে রাসেল গুলি করে ও নাজিম উদ্দিন লিটনের নেতৃত্বে রড দিয়ে পিটানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ইসমাইল হোসেন পলাশ নামের এক যুবককে আটক করা হয়েছে। সে চরপার্বতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।’

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

54m ago