স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে অন্যান্য শিল্প-কারখানার মতো স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তামাকুমুন্ডি লেন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব বলেন, ‘চট্টগ্রামের টেরিবাজার, নিউমার্কেট, তামাকুমুন্ডি, চকবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ নগরীতে দশ হাজারের বেশি ছোট-বড় বাজার আছে। বাজারগুলোতে প্রায় তিন লাখ দোকান আছে। এসব দোকানের আয়ের ওপর নির্ভর করছে মালিক-কর্মচারীসহ প্রায় ২০ লাখ মানুষের জীবিকা।’
তিনি বলেন, ‘লকডাউনের কারণে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে দেউলিয়া হয়ে পড়েছেন। বেশিরভাগ ব্যবসায়ী গত বছরের ক্ষতি পুষিয়ে নিতে ঋণ নিয়ে আবার ব্যবসা শুরু করেছিলেন। যদি এভাবে দোকান বন্ধ রাখা হয়, ব্যবসায়ীদের আত্মাহুতির পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘গত এক বছর ধরে কোনো ব্যবসা না করেই সরকারি ট্রেড লাইসেন্স ফি, ভ্যাট, আয়করসহ অন্যান্য খরচ বহন করতে হয়েছে ব্যবসায়ীদের। আগামী ২২ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখা, কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া, দোকান মালিক-কর্মচারীদের টিকা দেওয়া ও বিভিন্ন সরকারি ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনার দাবি ব্যবসায়ীদের।’
Comments