নিজের পাতা ফাঁদে প্রাণ গেল যুবকের
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় নিজের পাতা বন্যপ্রাণী ধরার ফাঁদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার শিয়ালমারী গ্রামে এ ঘটনা ঘটে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বকুল হোসেনের (৩০) পারিবারিক সূত্রে জানা যায়, বকুল হোসেন কবুতর পুষতেন। কিছুদিন হলো কবুতরের খাঁচায় বনবিড়াল জাতীয় প্রাণী হানা দিচ্ছিল। বন্যপ্রাণী ধরতে তিনি রোববার রাতে কবুতরের ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ভোর সাড়ে ৪টার দিকে কবুতরের ঘরে শব্দ পেয়ে তিনি বনবিড়াল ধরতে যান। সেসময় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
বকুলের বড় ভাই আলী হোসেন জানান, বন্যপ্রাণী প্রায়ই বকুলের কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলছিল। বাধ্য হয়েই সে ফাঁদ পেতেছিল।
Comments