মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্যান্সার আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

আজ সন্ধ্যায় পরিবারের বরাত দিয়ে তার সতীর্থ কামরুল হাসান মিঠুন দ্য ডেইলি স্টারকে জানান, গত ছয় মাস ধরে তার জ্বর ও শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে।

কামরুল হাসান মিঠুন আরও জানান, ক্যান্সার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়েছে। তিনি কিছু খেতে পারছেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার নেই।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। এ বছর বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন তিনি। এরআগে, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

2h ago