ছেলের বাবা হলেন যুবরাজ সালমান

তৃতীয় ছেলের বাবা হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি নবজাতকের নাম রেখেছেন তার দাদা ও সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের নামে।
Prince Salman
যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স ফাইল ফটো

তৃতীয় ছেলের বাবা হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি নবজাতকের নাম রেখেছেন তার দাদা ও সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের নামে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমান তিন ছেলে ও দুই মেয়ের বাবা।

গত শনিবার আব্দুল আজিজের জন্মের পর রাজ-দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে হাজারো বার্তা আসতে থাকে।

সালমানের ভাই প্রিন্স সৌদ টুইটারে লিখেছেন, ‘আল্লাহ নবজাতককে সুখি করুন, তার প্রতি সদয় হন এবং তাকে তার মা-বাবার আনন্দের উৎসে পরিণত করুন।’

Comments

The Daily Star  | English

Govt to form commissions to reform 6 key sectors: Yunus

The commissions are expected to start their functions from October 1 and they are expected to complete their work within the next three months, said Chief Adviser Prof Muhammad Yunus in his televised address to the nation

3h ago