বাগেরহাটে পুলিশ সদস্যদের ওপর হেফাজতকর্মীদের হামলা: গ্রেপ্তার ২
বাগেরহাটে হেফাজতকর্মীদের হামলায় মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় করা মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীর। তিনি জানান, এ ঘটনায় গতকাল রাতে মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ ও আরও অনেককে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের আত্মীয় আবদুল্লাহ খন্দকারকে প্রধান আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, মামলায় গতকাল রাতেই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মোল্লাহাট উপজেলার উদয়পুরের আরুয়াকান্দি গ্রামের রাফিন সরদার ও ত্রাণ মোল্লা। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
এর আগে, মামুনুল হকের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে হেফাজতের কর্মীরা মিছিল করার জন্যে শহরের হাসপাতাল মোড়ে জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় হেফাজতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়লে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবীরসহ সাত জন পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুন:
Comments