খেলাফত মজলিস ও হেফাজত নেতা কোরবান আলী কাসেমী গ্রেপ্তার
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
ডিবি পুলিশের (গুলশান বিভাগ) উপপুলিশ কমিশনার মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২০১৩ সালে মতিঝিলের শাপলাচত্বর ও সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদে সহিংসতার ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।’
এসব ঘটনায় দায়েরকৃত মামলায় কাসেমীকে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।
Comments