সস্ত্রীক করোনা আক্রান্ত বদরুদ্দীন উমর

বদরুদ্দীন উমর। ছবি: সংগৃহীত

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও লেখক বদরুদ্দীন উমর।

বর্তমানে তাদের চিকিৎসা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে।

দুজনের শরীরে জ্বর না থাকলেও বদরুদ্দীন উমর শ্বাসকষ্টে ভুগছেন, খেতে পারছেন না ও কানে কম শুনছেন বলে দ্য ডেইলি স্টারকে জানান জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা।

তাদের চিকিৎসার দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডা. আরাফাত।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago