দরিদ্র মানুষের সংখ্যা বিবিএস থেকে নেব, এনজিও থেকে নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে কত মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন সে বিষয়ে সরকার পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য গ্রহণ করবে, কোন বেসরকারি সংস্থার তথ্য নয়।
mustafa_kamal
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে কত মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন সে বিষয়ে সরকার পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য গ্রহণ করবে, কোন বেসরকারি সংস্থার তথ্য নয়।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেছেন, ‘গবেষণার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা বিবিএস দেখবে, আমরা বিবিএস’র তথ্য গ্রহণ করবো।’

‘গরিব মানুষকে দারিদ্র থেকে বের করে আনতে সরকার কাজ করছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী বাজেটের মূল লক্ষ্য হবে দেশের দরিদ্র মানুষ।’

গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা পিপিআরসি ও ব্র্যাকের জরিপের তথ্যে বলা হয়, করোনা মহামারির কারণে দেশে ২ কোটি ৪৫ লাখ নতুন দরিদ্র হয়েছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago