সুপার লিগের প্রকল্প আর এগোচ্ছে না: জুভেন্টাস চেয়ারম্যান

ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাবের সরে দাঁড়ানোর ঘোষণার পরপরই প্রশ্নটি দাঁড়িয়ে গিয়েছিল। তাদেরকে ছাড়া ইউরোপিয়ান সুপার লিগ মাঠে গড়াতে পারবে তো? উত্তর জানা গেল কয়েক ঘণ্টার মধ্যেই। সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লি বলেছেন, তাদের প্রকল্পটি আর এগোচ্ছে না।
ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাবের সরে দাঁড়ানোর ঘোষণার পরপরই প্রশ্নটি দাঁড়িয়ে গিয়েছিল। তাদেরকে ছাড়া ইউরোপিয়ান সুপার লিগ মাঠে গড়াতে পারবে তো? উত্তর জানা গেল কয়েক ঘণ্টার মধ্যেই। সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ও জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লি বলেছেন, তাদের প্রকল্পটি আর এগোচ্ছে না।

বুধবার রয়টার্স তাদের এক প্রতিবেদনে সুপার লিগ ভেস্তে যাওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থাটির কাছে সুপার লিগের সহ-সভাপতি আনিয়েল্লি বলেছেন, ‘সত্যি কথা বলতে, (সুপার লিগ হচ্ছে) না। আর স্পষ্টত এটাই হলো বর্তমান অবস্থা।’

তবে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের চেয়ারম্যান যোগ করেছেন, ‘বিদ্রোহী ও বিতর্কিত তকমা পাওয়া এই লিগ আয়োজনের পদক্ষেপ নিয়ে তার কোনো অনুতাপ নেই, প্রকল্পটির সৌন্দর্যে আমি এখনও বিশ্বাসী।... তবে এটা আর হচ্ছে বলে আমি মনে করি না।’

গত রবিবার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে পড়ে সুপার লিগের ক্লাবগুলো ও উদ্যোক্তারা। ফিফা ও উয়েফা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। পরে ভক্ত-সমর্থকরাও প্রবল বিরোধিতা শুরু করে। চাপের মুখে মঙ্গলবার রাতে ‘বিদ্রোহী’ এই লিগ থেকে সরে দাঁড়ায় সেখানে যোগ দেওয়া ইংল্যান্ডের ছয়টি ক্লাব। একে একে আনুষ্ঠানিক বিবৃতি দেয় তারা।

ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার নাম প্রত্যাহার করায় সুপার লিগের ভবিষ্যৎ পড়ে হুমকিতে। জোরালো হয় শুরুর আগেই তা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। অবশেষে আনিয়েল্লির বক্তব্যে সেই গুঞ্জন রূপ নিয়েছে বাস্তবে।

স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইতালির ইন্টার মিলানও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে। সুপার লিগের ঘোষণায় যে ১২টি ক্লাবের নাম জানানো হয়েছিল, তাদের মধ্যে বাকি রয়েছে কেবল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান ও জুভেন্টাস।

Comments

The Daily Star  | English

Election code breakers go unpunished

Election code violations are rampant ahead of the January 7 election, but the Election Commission has yet to take any punitive action against the rule breakers.

14h ago