পাকিস্তানি ‘অনুপ্রবেশকারী’ কবুতরের বিরুদ্ধে এফআইআর করতে চায় বিএসএফ
পাকিস্তান থেকে ভারতে ‘অনুপ্রবেশকারী’ একটি কবুতরের বিরুদ্ধে এফআইআর করতে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পাকিস্তান থেকে কবুতরটি পাঞ্জাব সীমান্তে অনুপ্রবেশ করার পর পাঞ্জাব পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চাইছে।
এক কর্মকর্তা জানান, কবুতরটি গত শনিবার অমৃতসর জেলার রোড়াওয়ালা সীমান্ত চৌকিতে একটি বিএসএফ সদস্যের কাঁধে এসে বসেছিল। স্পষ্টতই সেটি সীমান্তের ওপার থেকে উড়ে আসে।
ওই কবুতরের পায়ে যোগাযোগের ঠিকানা লেখা একটি ছোট কাগজের টুকরো বাঁধা ছিল বলে জানান তিনি।
বিএসএফ কর্মীরা পাখিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাখিটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অমৃতসর জেলার ঊর্ধতন পুলিশ কর্মকর্তা সুপার ধ্রুব ডাহিয়া জানান, বিএসএফ কবুতরটির বিরুদ্ধে এফআইআর রেজিস্ট্রেশন করতে চাইছে।
তিনি বলেন, ‘কবুতরটি পাখি হওয়ায় এর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যেতে পারে বলে আমার মনে হয় না। তবে আমরা বিশেষজ্ঞদের মতের জন্য বিষয়টি আমাদের আইনজীবীদের কাছে পাঠাচ্ছি।’
তিনি আরও জানান, কবুতরের পায়ে বেধে দেওয়া ওই কাগজের নম্বরটি বিশ্লেষণ করা হচ্ছে। কবুতরটি বর্তমানে খানগড় থানায় আছে।
এর আগেও সীমান্তবর্তী অঞ্চলে বার্তাবাহক কবুতর ধরা পড়েছিল। নিরাপত্তা বাহিনী একে গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা হিসেবে সন্দেহ করে। কবুতর তথ্য আদান প্রদানে ব্যবহার করা হয়। সাধারণত কবুতরের পায়ে বাধা নোটগুলোতে সাংকেতিক বার্তা পাঠানো হয়।
Comments