জুলাইয়ের মধ্যে মাসে ১০ কোটি ডোজ টিকা উৎপাদন করবে সেরাম
ভারতের সেরাম ইনস্টিটিউট আগামী জুলাইয়ের মধ্যে প্রতি মাসে ১০ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উৎপাদন করতে পারবে।
আজ বুধবার সেরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা সিএনবিসি-টিভি ১৮ কে এ কথা বলেছেন।
এর আগে, মে মাসের মধ্যে উৎপাদনের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি।
আদর পুনাওয়ালা বলেন, সেরাম ইনস্টিটিউট জুলাইয়ের মধ্যে প্রতি মাসে ১০ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। বর্তমানে প্রতি মাসে ছয় থেকে সাত মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করে সেরাম।
Comments