পঞ্চগড়ে বালুচাপায় ২ শিশুর মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী পুনঃখনন করে তুলে রাখা বালুতে চাপা পড়ে মো. হৃদয় (৮) ও আল আমিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বোদা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় উপজেলার শিকারপুর-কপালকাটা গ্রামে করতোয়া নদীর পাড় থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।’
হৃদয় শিকারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আল আমিন একই গ্রামের হাসান আলীর ছেলে।
নিহত শিশুদের স্বজনের বরাত দিয়ে বেংহাড়ি বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তসলিম উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর পাড়ে হৃদয় ও আল আমিন খেলতে গিয়েছিল। সন্ধ্যায় ফিরে না এলে দুই পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হয়। স্থানীয় বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে একটি গর্তের মতো জায়গায় বালুর ভেতর থেকে বেরিয়ে থাকা শিশু দুটির পা দেখা যায়। মরদেহ উদ্ধারের পরে বোদা থানায় জানানো হয়। ধারণা করা হচ্ছে, নরম বালুতে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
বোদা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম সরকার আরও বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের হয়েছে।’
Comments