মেট্রোরেলের দ্বিতীয় সেট আসবে ১৬ জুনের মধ্যে: সেতুমন্ত্রী
দেশের প্রথম মেট্রোরেলের দ্বিতীয় সেট দেশে পৌঁছাবে আগামী ১৬ জুন, তৃতীয় ও চতুর্থ সেট আগামী ১৩ আগস্ট এবং পঞ্চম সেট আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সেতুমন্ত্রী আজ নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে মেট্রোরেল সম্পর্কিত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘মেট্রোরেলের ছয় কোচবিশিষ্ট প্রথম সেট মেট্রোরেলের ডিপো সংলগ্ন তুরাগ তীরে নবনির্মিত জেটিতে গতকাল এসে পৌঁছেছে। আজ সকালে কোচ বার্জ থেকে নামিয়ে ডিপোতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।’
আগামীকালের মধ্যে ট্রেন সেটটি ডিপোতে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেতুমন্ত্রী আরও জানিয়েছে, দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। এটি আগামী ১৬ জুনের মধ্যে মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌছবে।
মেট্রোরেলের তৃতীয় ও চতুর্থ সেটের শিপমেন্টের তারিখ ১১ জুন ও ১৩ আগস্টের মধ্যে মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, পঞ্চম সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১৬ জুলাই এবং বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর।
বিজ্ঞপ্তি মতে, একটি সেটে রয়েছে ছয়টি কোচ। মোট ২৪ সেট মেট্রোরেলে কোচের সংখ্যা হবে ১৪৪টি।
মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মেট্রো ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা রয়েছে দুই হাজার ৩০৮ জন।
প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫২ ভাগ, দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি শতকরা ৫৭ দশমিক ৬৮ ভাগ ও ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি শতকরা ৫২ দশমিক ২২ ভাগ বলেও মন্ত্রী জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৬১ দশমিক ৪৯ ভাগ।
আরও পড়ুন:
Comments