ভারতের কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরির ছেলে করোনায় মারা গেছেন
ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা ও বামপন্থী সংগঠন সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশীষ ইয়েচুরি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এনডিটিভি জানায়, ৩৫ বছর বয়সী আশীষ করোনায় আক্রান্ত হওয়ার পর গুরগাঁওয়ের মেদন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের চিকিৎসায় তিনি প্রায় সুস্থ হয়ে উঠছিলেন।
পরিবারের দুই সদস্য জানায়, দু’সপ্তাহ করোনার সঙ্গে লড়াইয়ের পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টাযর দিকে তার মৃত্যু হয়।
আশীষ ইয়েচুরি চেন্নাইয়ের এশিয়ান কলেজ অব জার্নালিজমে পড়াশোনা করেছেন। দিল্লির টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। সহকর্মী সাংবাদিকরা তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
আশীষ ইয়েচুরির মৃত্যুতে সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটি গভীর শোক জানিয়েছে।
কংগ্রেস নেতা শশি থারুর, তৃণমূল কংগ্রসের মুখপাত্র ডেরেক ও ব্রায়ানসহ আরও অনেক রাজনীতিবিদ আশীষ ইয়েচুরির মৃত্যুতে শোক জানান।
Comments