পরিবহন দিতে না পারলে ব্যাংক কর্মীদের যাতায়াত ভাতা দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

লকডাউনের যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী অফিস করবেন তাদের জন্য পরিবহনের ব্যবস্থা না করা হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে যাতায়াত ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে সব ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা মেনে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন সংকটের কারণে অতিরিক্ত ব্যয় ও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এ অবস্থায় এসব কর্মকর্তা-কর্মচারীদের লকডাউন চলাকালীন যৌক্তিক হারে যাতায়াত ভাতা দিতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago