ত্রাণের দাবিতে ফরিদপুরে পরিবহন মালিক-শ্রমিকদের মানববন্ধন
লকডাউনে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের জন্য ত্রাণ, আর্থিক অনুদান বা ওএমএস পণ্য সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ত্রাণ বা অনুদান দিতে না পারলে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি জানান তারা।
আজ বৃহস্পতিবার শহরের গোয়ালচামটে ফরিদপুর পৌর বাসস্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েকশ শ্রমিক ও মালিক এ দাবি জানান।
এ কর্মসূচিতে বক্তব্য দেন ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি সুদীপ কুমার সাহা, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির, সাধারণ সম্পাদক গোলাম নাসির।
বক্তারা বলেন, লকডাউনের নির্মম শিকারে পরিণত হয়েছে বাস শ্রমিক ও মালিকরা। অধিকাংশ শ্রমিক পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এ অবস্থার অবসান না হলে পরিবহন খাতে চরম বিপর্যয় নেমে আসবে।
Comments