মুন্সিগঞ্জে গ্রেপ্তার হেফাজত নেতা নূর হোসাইন কারাগারে
মুন্সিগঞ্জে গ্রেপ্তার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের সভাপতি নূর হোসাইন নূরানীকে (৫৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ তার সাত দিনের রিমান্ড আবেদন করে।
শুনানি শেষে বিচারক নাজনীন রেহানা তাকে জেলা কারাগারে নেওয়ার আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ এপ্রিল রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় নূর হোসাইন নূরানীর বাড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নূর হোসাইন নূরানীর বিরুদ্ধে হেফাজতের ডাকা হরতালে বিশৃঙ্খল পরিবেশ তৈরির উস্কানি দেওয়া ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।
হেফাজত নেতারা অভিযোগ করেছে, হেফাজতে ইসলামের দাওয়াহ সম্পাদক নাজমুল হাসানকে গতকাল রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিবি কর্মকর্তারা বলেন, তারা নাজমুল হাসানের আটকের বিষয়ে কিছু জানেন না।
Comments