ভাতিজার শরীরে ফুটন্ত ভাত ঢেলে দেওয়া সেই চাচা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভাতিজাকে নির্যাতনকারী সেই চাচা আব্দুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিশুটির মা রোমানা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করার পরে গতকাল রাতে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাড়ি থেকে আব্দুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে।’
আলমগীর কবির আরও বলেন, ‘মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সকালে রাব্বি বাড়ির মধ্যে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সে সময় আব্দুর রশীদ ঘুমাচ্ছিলেন। শিশুদের চিৎকারে ঘুম ভেঙে যাওয়ায় আব্দুর রশীদ রেগে গিয়ে চুলার ওপর থেকে ফুটন্ত ভাতের হাড়ি নিয়ে ভাতিজার মাথায় ঢেলে দেন। এতে রাব্বির মাথা, ঘাড় ও কানসহ শরীরের বিভিন্নস্থান ঝলসে যায়। রাব্বি বর্তমানে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটির শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা।’
আরও পড়ুন
‘ঘুম ভেঙে যাওয়ায়’ ছোট্ট ভাতিজার শরীরে ফুটন্ত ভাত ঢেলে দিলেন চাচা
Comments