দলগত পারফরম্যান্সে খুশি বাংলাদেশ অধিনায়ক

Mominul Haque
পাল্লেকেলেতে ১২৭ ও অপরাজিত ২৩ রান করেন অধিনায়ক মুমিনুল হক। ছবি: এসএলসি

দেশের বাইরে টানা হারতে থাকা দল সর্বশেষ সিরিজে দেশেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই অবস্থা থেকে দেশের বাইরে গিয়ে ম্যাচ ড্র করায় তৃপ্ত বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শ্রীলঙ্কার বিপক্ষে অমীমাংসিত ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে খুশি তিনি।

পাল্লেকেলেতে রোববার বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট হয়েছে ড্র। বাংলাদেশের ৫৪১ রানের জবাবে স্বাগতিকরা করেছিল ৬৪৮ রান। এরপরে বাংলাদেশ ২ উইকেটে ১০০ করার পর বৃষ্টিতে শেষ সেশনের খেলা আর হয়নি। খেলা হলেও বাস্তব পরিস্থিতি অন্য কোন ফলের সম্ভাবনা ছিল না। 

ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, উইকেটের ধরনের কারণেই ফলটা জুতসই, ‘ভালো উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য। বোলারদের তেমন কিছু ছিল না। আমার মনে হয় এটা মেনে নেওয়াই ভাল। ড্র হওয়াটাই ভাল হয়েছে।’

‘আমরা গত হোম সিরিজ-অ্যাওয়ে সিরিজে ওইরকম রেজাল্ট করতে পারিনি। একটা হোম সিরিজ হারার পর বিদেশে টেস্ট ড্র করতে পারা আমার কাছে মনে হয় ভাল একটা দিক। দ্বিতীয় টেস্টে অবশ্যই সবার ভেতরে আত্মবিশ্বাস দেবে। সবাই দলগতভাবে খেলেছে। বাংলাদেশ যখনই দলগতভাবে খেলতে পারে তখনই ভাল অবস্থায় থাকে।’

আরও পড়ুন- অনুমিত ড্রতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্ট

প্রথম ইনিংসে তামিম ইকবাল দ্রুতগতিতে করেন ৯০, নাজমুল হোসেন শান্ত ব্যাট থেকে আসে ১৬৩ রান, অধিনায়ক মুমিনুল নিজে করেন ১২৭। ফিফটি পান মুশফিকুর রহিম, লিটন দাসও। সব মিলিয়ে সবার অবদান থাকাকে ইতিবাচক দিক মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘ব্যাটিংয়ের কথা যদি বলেন আমাদের টোন সেট করে দিয়েছে তামিম ভাই। উনার ৯০ রানের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর শান্ত আউটস্টান্ডিং ব্যাট করেছে। আমি সবচেয়ে বেশি খুশি যে দল হিসেবে সবাই ভাল করেছে, দলীয় পারফরম্যান্স ছিল। লিটন, মুশফিক ভাই সবাই।’

‘বোলিং যদি বলেন। এই উইকেটে বোলারদের যে কিছু ছিল তা বলা কঠিন। বোলাররা চেষ্টা করেছে । উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমার মনে হয় সবাই চেষ্টা করেছে। স্পিনার, পেস বোলার যে যখনই আসছে।’

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago