সন্তানের প্রাণ বাঁচাতে ১১০ কিলোমিটার রিকশা চালানোর অভিজ্ঞতা
দরিদ্র রিকশাচালক মো. তারেক ইসলাম। ছিল না অ্যাম্বুলেন্স ভাড়া করার সামর্থ্য। তাই সন্তানের জীবন বাঁচাতে ১১০ কিলোমিটার পথ রিকশা চালিয়েছেন তিনি।
Star Connects সিরিজের আজকের পর্বে থাকছে ঠাকুরগাঁও থেকে রংপুর পর্যন্ত নয় ঘণ্টার চরম কষ্টকর ও অদম্য যাত্রার গল্প।
Comments